Skip to Content

ভয়েস অফ গাছেরদিয়াড় এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ ইং ২য় পর্যায় অনুষ্ঠিত- হয়।

ভয়েস অফ গাছেরদিয়াড় এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ ইং ২য় পর্যায় অনুষ্ঠিত- হয়।



 “ভয়েস অফ গাছেরদিয়াড় ” এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ ২য় পর্যায় অনুষ্ঠিত হয় ।

বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ গাছ লাগান, পরিবেশ বাঁচান এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন “ভয়েস অফ গাছেরদিয়াড় ” এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৩ ২য় পর্যায় এর শুভ উদ্বোধন করেন "ভয়েস অফ গাছেরদিয়াড়" এর সদস্যবৃন্দ।

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আগেকার দিনে চারদিকে যে গাছপালা দেখা যেত, তার তিনভাগের একভাগও এখন দেখা যায় না। যার ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য "ভয়েস অফ গাছেরদিয়াড়" উদ্যোগে এই বর্ষায় গাছেরদিয়াড়ের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, স্কুল এবং এলাকার গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ৮ জুলাই ২০২৩ সকাল ১০ ঘটিকার সময় বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন গাছেরদিয়াড় এক নম্বর ওয়ার্ড এর মেম্বার মিলন হোসেন , সাবেক মেম্বার আরব আলী ও স্টাফ রিপোর্টার রাহেনুল হক এবং এলাকাবাসী। এছাড়া উপস্থিত ছিলেন "ভয়েস অফ গাছেরদিয়াড়" এর সদস্যবৃন্দ এবং এডমিন প্যানেল থেকে মো: বিজয় হোসেন, তৌফিক আহামেদ রাজা, সিয়াম আহমেদ সুপ্ত সহ আরো অনেকেই ।


বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের পর গাছেরদিয়াড়ের শেষ পারার মাঠের দুই পাশ দিয়ে মেহেগুনির গাছ লাগানো হয়। এর ফলে সাধারণ জনগণের মাঝে ও গাছ লাগানোর নৈতিক মনোভাব তৈরি হয়।
 
 এলাকাবাসী এবং সংগঠনের সদস্য বৃন্দের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং ইনশাআল্লাহ আগামীতে এই ধারাবাহিক ভাবে বৃক্ষরোপণ চলতে থাকবে।

"ভয়েস অফ গাছেরদিয়াড়" (গাছেরদিয়াড়, দৌলতপুর, কুষ্টিয়া) একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৩ ইং