Skip to Content

ভয়েস অফ গাছেরদিয়াড় সংগঠনের উদ্যোগে "ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প - ২০২৪"

সুখবর সুখবর সুখবর 
প্রিয় এলাকা বাসি আসসালামু আলাইকুম, 
 অত্র এলাকার সকল মেডিসিন, সার্জারি, শিশু ও নাক, কান, গলা রোগীদের জন্য এক দারুণ সুখবর।




ভয়েস অফ গাছেরদিয়াড় সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হইয়াছে।
স্থানঃ গাছেরদিয়াড় বাজার, দৌলতপুর, কুষ্টিয়া।
সময়ঃ শুক্রবার(12-04-2024) সকাল ৮ টা হতে দুপুর ১টা পর্যন্ত।

উক্ত ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পে ফ্রিতে রক্তের গ্রুপ পরিক্ষা সহ মেডিসিন, সার্জারি, শিশু ও নাক, কান, গলা রোগীদের জন্য ফ্রিতে রুগি দেখা হবে।
রোগী দেখার সময়ঃ আগামী কাল সকাল ৮ টা হতে দুপুর ১টা পর্যন্ত.ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পে আপনারা সকলেই আমন্ত্রিত। 

আয়োজনেঃ ভয়েস অফ গাছেরদিয়াড় (একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ) এবং গাছেরদিয়াড় যুব কল্যাণ সংগঠন।





“ভয়েস অফ গাছেরদিয়াড় ” এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত হয়।