Skip to Content

গাছেরদিয়াড় এর বিভিন্ন মহল্লার ভাঙ্গা রাস্তা মেরামত।

গাছেরদিয়াড়ের রাস্তা মেরামত কাজ সম্পন্ন, যুব সমাজের উদ্যমী নেতৃত্বে সফলতা


গাছেরদিয়াড় এলাকার বিভিন্ন মহল্লার দীর্ঘদিনের ভাঙ্গা রাস্তার মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এই কাজটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে গাছেরদিয়াড়ের যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগের মাধ্যমে। তাদের মধ্যে বিশেষভাবে প্রশংসনীয় নেতৃত্ব প্রদর্শন করেছেন মোজাফফর স্যার এবং মিজানুর স্যার । তাদের আন্তরিকতা, নেতৃত্ব এবং পরিশ্রমের জন্য সবাই কৃতজ্ঞ।

এই সাফল্যের জন্য গাছেরদিয়াড়ের যুব সমাজকে ভয়েস অফ গাছেরদিয়াড় ✅ পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের এই ভালো কাজের জন্য আমরা গর্বিত এবং আনন্দিত।

এলাকার উন্নয়নে এই ধরনের উদ্যোগগুলো আমাদেরকে আরও একত্রিত করে, এবং আমরা নিশ্চিত যে, তোমরা আগামী দিনে আরও বড় কাজ করতে সক্ষম হবে। আমরা সবাই তোমাদের পাশে আছি। তোমরাই পারবে নতুন বাংলাদেশ তৈরি করতে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

এন্ড দ্য এরা অব ফসিল ফুয়েলস