জলবায়ু সুবিচার চাই - স্থায়ী বাঁধ চাই
কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগর ( বাকি অংশ)- মরিচা ইউনিয়নে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য মানববন্ধন মরিচা ইউনিয়নে কোলদিয়াড় ক্লিক মোড়ে পদ্মা নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। দৌলতপুরের বিভিন্ন সামাজিক সংগঠন অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন, দৌলতপুর, কুষ্টিয়া।,Citizen Social Service & Youth Development Foundation (CSSDYF),SECTO-BANGLADESH,SFA,পদ্মা যুব উন্নয়ন সংস্থা, ভয়েস অফ গাছেরদিয়াড়, Smile For All (SFA) সহ বিভিন্ন সংগঠন এর আয়োজনে Global Climate Strike 2024 কুষ্টিয়া অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন এর আহবায়ক, CSSYDF এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিক্ত বাংলাদেশ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাজ কল্যাণ সম্পাদক ও CSSYDF এর উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মোতাছিম বিল্লাহ, CSSYDF - DAULATPUR এর উপদেষ্টা ও অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন এর যুগ্ম আহবায়ক প্রভাষক তানজিন হাসান শাহিন,দৌলতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও CSSYDF - DAULATPUR এর সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, দৌলতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন এর সদস্য মোল্লা মোহাম্মদ চঞ্চল,অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন এর সদস্য হেলাল আহমেদ, ফিরোজ খান, সিক্ত বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মাহাবুল আলম তানিম, পদ্মা যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা গোলাম মওলা রনি, ভয়েস অফ গাছেরদিয়াড় এর সদস্য সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, মজনু সর্দার, স্থানীয় ওয়ার্ড মেম্বার আশা, সাংবাদিক আকরাম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টেলিভিশন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তরা বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আধুনিক কুষ্টিয়ার রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি এবং কুষ্টিয়া দৌলতপুরের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর দৃষ্টি কামনা করেন। বাঁধ নির্মাণের দৃশ্যমান কাজ শুরু না হলে আগামীতে আরো বড় পরিসরে মানববন্ধন করবেন বলে জানান।
Shakil Ahammed Joy
প্রতিষ্ঠাতা-পরিচালক
ভয়েস অফ গাছেরদিয়াড়
সাংগঠনিক সম্পাদক
Citizen Social Service & Youth Development Foundation (CSSDYF)