আলহামদুলিল্লাহ সুন্দর একটা প্রোগ্রাম ছিল, এলাকার যুব সমাজ সমাজ এই ভাবেই এগিয়ে আসুক, এক জনকে দেখে আরো দশ উৎসাহিত হোক। সুন্দর এই প্রোগ্রামটি যৌথ ভাবে আয়োজন করে ছিল "ভয়েস অফ গাছেরদিয়াড়" এবং "গাছেরদিয়াড় যুব কল্যাণ সংগঠন" । উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন ভয়েস অফ গাছেরদিয়াড় এর প্রতিষ্ঠাতা-পরিচালক এবং সংগঠনের অনান্য সদস্য এবং গাছেরদিয়াড় যুব কল্যাণ সংগঠনের পরিচালক, সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের অনান্য সদস্য এবং এলাকাবাসী।
ভয়েস অফ গাছেরদিয়াড় এবং গাছেরদিয়াড় যুব কল্যাণ সংগঠন এর যৌথ উদ্যোগে
শীতার্ত মানুষের পাশে আমরা
আমাদের সামান্য একটু সাহায্য হতে পারে একটা মানুষের শীত লাঘব। ফুটতে পারে একটা মানুষের মুখের হাসি।